| সকাল ৭:৫৭ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে হুইল চেয়ারের অভাবে প্রতিবন্ধী শিক্ষকের কান্না

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
হোসেনপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের বাসিন্দা সামছুল হুদা বিপুল মাষ্টার শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ঘরে বসে অসহায় দিন কাটাচ্ছেন। দুই সন্তানের জনক বিপুল মাষ্টার স্থানীয় প্রাইমারী স্কুলের শিড়্গার্থীদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গত এক বছর ধরে তার মাথায় পিছনে রগে চাপায় দিলে ব্রেইনে সমাস্যা দেখা দেয়। অপর দিকে ডানহাত ও কোমর অবস হয়ে পড়ে। অসহায় সম্বল বলতে তার কিছুই নেই। পরিবারের চার সদস্যকে নিয়ে বিপুল মাষ্টার বহু কষ্টে দিনানিপাত করছেন। সমাজের প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিরা তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিলেও তা ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী বিপুল মাষ্টার ঘরে বসেই অসহায়ত্ব জীবনের ব্যর্থতার গস্নানি টানছেন। একমাত্র উপার্জনশীল ব্যক্তি অসুস’ হয়ে পড়ায় বিপুল মাষ্টারের সংসারে কান্না থামছেনা। প্রতিবন্ধী বিপুল জানান, একটি হুইল চেয়ারের অভাবে সমাজের আলো – বাতাস ভোগও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছিনা।

সর্বশেষ আপডেটঃ ২:৩৭ অপরাহ্ণ | অক্টোবর ১৫, ২০১৫