| সকাল ৬:০০ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় জাল দলিল তৈরী করে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের পায়তারা

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১২ অক্টোবর ২০১৫, সোমবার,

জেলার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জাল দলিল তৈলীর মাধ্যমে দখলের পায়তারার অভিযোগ উঠেছে। কৃষ্ণরামপুর গ্রামের হরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে চন্দন বর্মন উপজেলার গবিন্দপুর গ্রামের কালাচানের ছেলে আবদুল হেকিম ও অজ্ঞাত ৩-৪জনের নামে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে পুলিশ সুপার বরাবরে গত ১ আক্টোবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, জেলার কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামের চন্দন বর্মন দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর মৌজায় ৫২৩ খতিয়ানের ১৭/৬৪ দাগের শ্রেণি কান্দার .২৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন। ওই জমির ওপর গবিন্দপুর গ্রামের কালাচানের ছেলে আবদুল হেকিম দলিল নং ১৮৭২ ভূয়া কাগজপত্র তৈরী করে দখলের পায়তারা করছে। খোঁজ নিয়ে দেখা গেছে সৃজিত দলিলের জায়গার সাথে ভলিয়মের কোন মিল নেই। এ ব্যাপারে আইনানুগ ব্যবস’া গ্রহনের জন্য পুলিশ সুপার বরাবরে দাবি জানাচ্ছেন চন্দন বর্মন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৫