| বিকাল ৩:৫৮ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

ত্রিশাল অফিস,৬ অক্টোবর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশালে  মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর উজানপাড়া গ্রামের একটি বাড়ীতে আগুন লেগে ৪টি ঘর ও ঘরের ভিতরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের ভিতরে কেউ না থাকা এবং বাহির দিয়ে তালা লাগানো থাকায় ক্ষতির পরিমান বেশী হয়েছে।
এলাকাবাসী জানান, বীররামপুর উজানপাড়া গ্রামরে শহীদুলস্নাহ মাস্টার সকালে বাড়ী থেকে বিদ্যালয়ে যাওয়ার কিছুড়্গণ পরই তার স্ত্রী সনত্মানদের নিয়ে স্কুলে যায়। পরে ১০টার দিকে হঠাৎ করেই ধাউ ধাউ করে আগুন জলে উঠে, আর মুহুর্তের মধ্যেই ঘরের সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান বাড়ীরর মালিক শহীদুলস্নাহ মাস্টার।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মবিন রঞ্জু জানান, টের পেয়ে আমি সাথে সাথেই ত্রিশাল ফায়ার ষ্টেশনে খবর দেয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের লিডার আব্দুল বারীক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস’লে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি ততক্ষনে বাড়ীর ৪টি রম্নমের সকল আসবাবপত্র পুড়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ৬:০৫ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০১৫