| সকাল ৯:০০ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ার বিকাশ এজেন্ট এনামুল হত্যা মামলার আসামী মদনে গ্রেফতার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি :  ৩ অক্টোবর ২০১৫, শনিবার,
নেত্রকোণা কেন্দুয়া উপজেলার পৌরসদরের আয়তর গ্রামের বিকাশ এজেন্ট এনামুল হককে গুলি করে খুনের মামলার আসামী আমিরম্নল (২৭) কে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। সে মদন উপজেলার কদমশ্রী গ্রামের মন্নাফ আলীর ছেলে।
থানা সুত্রে জানা গেছে, বিকাশ এজেন্ট এনামুল হক দোকানের কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে
দূর্বিত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ব্যাপারে তার বড় ভাই কাদের গণি ৬/১২/১৪ ইং তারিখে ছাত্র লীগের সাবেক নেতা রিয়াদ হোসেন দুলনগংসহ আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শনিবার মদন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উচিৎপুর ফেরিগাট থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে এস আই মোঃ আসাদুজ্জামান জানান, আসামী খুনের ঘটনা সততা স্বীকার করে নিজেই জবান বন্ধী দিয়েছেন সে এবং আরও কয়েজন মিলে এনামুলকে খুন করেছে সেই ছিল মূল পরিকল্পনাকরাী। বর্তমানে মামলাটি সি আই ডিতে রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৭ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৫