| বিকাল ৪:২৯ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ভিজিএফ চাল লুট ও চেয়ারম্যান লাঞ্চিতের ঘটনায় আঃলীগ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

ময়মনসিংহের তারাকান্দায় বানিহালা ইউনিয়নে স্লিপ ছাড়া ভিজিএফ চাল না দেয়ায় ইউপি চেয়ারম্যান লাঞ্চিত ও চাল লুটের ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর ঈদুল আযহা উপলক্ষে বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল ইউপি কমপ্লেক্সে অতি দরিদ্রদের মাঝে বিতরণ কালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার ৩৫ জনের তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যানের অফিসে ঢুকে চাল দাবি করে। স্লিপ ছাড়া চাল দিতে রাজি না হওয়ায় চেয়ারম্যানকে লাঞ্চিত করে এবং ৩০ বস্তা ভিজিএফ চাল ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার ও ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধনী ১২) এর ৪/৫ ধারা তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। ≠

সর্বশেষ আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০১৫