| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তারাকান্দায় ভিজিএফ’র চাল বিতরণে আ’লীগ নেতার হামলা

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনধিঃ ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,

গত বুধবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দায় ঈদুলআজহা উপলক্ষে চাল বিতরনে ইউপি কার্যালয়ে আওয়ামীলীগ নেতার হামলা ও চাল নগদ অর্থ লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাল বিতরণ কালে স্লিপ নিয়ে চেয়ারম্যান আবুল হাসনাত এর সাথে সুবিধা ভোগীর কথা কাটাকাটি হয়। এ সময় সুবিধা ভোগীর হাতে চেয়ারম্যান লাঞ্চিত হয়। এ ঘটনা কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন সুবিধা ভোগী বরুণ মিয়াকে মাঝিয়ালী বাজারে খুজাখোজি করিতে থাকে। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও তার লোকজন প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন আওয়ামীলীগ নেতার সমর্থক আব্দুল জলিলকে (৫০) পিটিয়ে গুরুতর জখম করে। তাকে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত বলেন, ভিজিএফ চাল বিতরণ কালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব সরকার ৩৫ জনের নামের তালিকা দিয়ে চাল দাবি করে। স্লীপ ছাড়া চাল দেওয়া হবেনা জানাইলে, আওয়ামীলীগ নেতা আব্দুর রব সরকারের নেতৃত্বে ৩৫/৪০ জন লোক ইউপি কমপ্লেক্সে প্রবেশ করে তার রুমে ঢুকে তাকে মারধর করে এবং ৩০ বস-া সরকারি ভিজিএফ চাল ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব সরকারসহ ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে তারাকান্দা থানা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০১৫