| রাত ৮:১১ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে যৌতুকের জন্য স্বামীর বেদম পিটুনীতে স্ত্রী হাসপাতালে

গফরগাঁও প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর দাবীকৃত যৌতুক বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় স্বামীর বেদম পিটুনীতে গফরগাঁও উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে যন্ত্রনায় কাতরাচ্ছে গৃহবধূ রিতা আক্তার। এ ঘটনায় রিতা আক্তার বাদী হয়ে  বুধবার থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার বাড়া গ্রামের মহর উদ্দিনের পুত্র রফিকুল ইসলামের চরমছলন্দ কুড়তলীপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের কন্যা রিতা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর আমার পরিবার ২ লাখ টাকায় স্বামীকে বিদেশে পাঠায়। এছাড়াও বিয়ের বাবার বাড়ি থেকে ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়। তারপরেও আমার স্বামীর নির্যাতনে বাধ্য হয়ে গত ১৬মে গফরগাঁও থানায় জিডি করি। গত ১৭ সেপ্টেম্বর রফিকুল আবারো ২লাখ টাকা যৌতুক দাবী করলে তা দিতে অস্বীকৃতি জানায় গৃহবধূ রিতা। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রফিকুল তার ভাই আনিছুল হক ও আইজুল গৃহবধূ রিতাকে বেদম পিটুনী দেয় বাড়ি থেকে বের করে দেয়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০১৫