| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কোরবানির বাজারে প্রতারনা, সাদা ছাগলের গায়ে কালো কলব দিয়ে বিক্রি!

 

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার বিভিন্ন হাট বাজার জমে উঠেছে। এরই মধ্যে বিপুল সংখ্যক গরু-ছাগল হাট বাজারে উঠেছে। হাট পরিদর্শন করে তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, কোরবানির বাজরে সাদা ছাগলের প্রতি তেমন কোন আগ্রহ নেই ক্রেতাদের তাই অনেক অসাধু ব্যবসায়ী ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করার জন্যে সাদা ছাগলের গায়ে কালো কলব দিয়ে কালো ছাগল বানিয়ে বিক্রি করছে। আর তাতে ক্রেতারা হচ্ছেন প্রতারিত। প্রতারিত গ্রাহক আব্বাস আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দিন আগে স’ানীয় আনন্দ বাজার হাট থেকে একটি কালো ছাগল কিনে আনলাম, বাড়িতে নিয়ে আসার পর বাড়ির লোকজন সাদা ছাগলের গায়ে কালো কলব দিয়ে বিক্রি করার প্রতারণার বিষয়টি টের পায়। তিনি আরো বলেন, কোরবানির জন্যে ছাগল কিনেছি, এতেও এতো প্রতারণা? ছাগর বিক্রি করতে আসা ব্যাপারীদের সাথে কথা বলে জানা যায়, সাদা ছাগলের প্রতি ক্রেতাদের তেমন কোন আকর্ষন নেই। তাই হয়তো অনেক ব্যবসায়ী সাদা ছাগলের গায়ে কালো কলব দিয়ে বিক্রি করছে। অভিযোগ সম্পর্কে একাধিক হাঠবাজারের ইজারাদারগণ বলেন, এরকম কোন অভিযোগ আমারা পাইনি। তবে বিষয়টি তারা শুনেছেন বলে জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০১৫