| সকাল ৬:৫২ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়া ভ্রাম্যমান আদালতে মাতালকে কারাদন্ড

 

ফুলবাড়ীয়া অফিস,১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার:  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ইউ এন ও বনানী বিশ্বাস বুধবার মাতাল গোলাম মোসত্মফা (৪৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন । ফুলবাড়িয়া পৌর সভার ৭নং ওর্য়াড আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সামনে বেলা ২টার দিকে গোলাম মোসত্মফা মদ খেয়ে ছাত্র/ছাত্রীদের সামনে প্রকাশে মতলামী করার সময় স’ানীয় লোকজন মাতালকে ধৃত করে থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব কে সংবাদ দিলে তিনি তাৎড়্গনিক ভাবে এ এস আই ছাইদুর রহমান ও সঙ্গীয় র্ফোস ঘটনা স’ল গিয়ে মাতালকে উদ্ধার করেন। মেডিক্যাল পরীড়্গার জন্য মাতালকে ফুলবাড়ীয়া হাসপাতালে নিয়ে যান এবং মাতাল গোলাম মোসত্মফা প্রকাশে স্বীকার করেন আমি মদ খেয়েছি। মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯০ এর ৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাতাল মোসত্মাফাকে ১ মাসের বিনা শ্রম কারাদন্ড দেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৫