| সকাল ১১:৩০ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুহিতের পদত্যাগ দাবি নির্মলেন্দু গুণের

  অনলাইন ডেস্ক |১৩ সেপ্টেম্বর ২০১৫,  রোববার,

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন কবি নির্মলেন্দু গুণ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট চাপিয়ে দেয়ার প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে- সে বিষয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সঠিক ধারণা দিতে পারেন নি বরং ভুল ধারণা দিয়েছেন বলে মনে হয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. ফরাস উদ্দিন সাহেব ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের আশ্বস্ত করেছেন এই বলে যে, তাঁর বিশ্ববিদ্যালয় ছাত্রদের বেতনের ওপর ভ্যাট চাপাবে না। তাঁকে ধন্যবাদ। মুহিত সাহেবকে পদে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। হয়তো আরও অবনতিই হবে। সুতরাং আর বিলম্ব নয, মুহিত সাহেবকে ধন্যবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে দ্রুত বিদায় করুন। মুহিত সাহেব নিজেও পদত্যাগ করতে পারেন। তাতে তাঁর কিছুটা হলেও সুনাম হবে। তাঁর অসম্মান আমরা এড়াতেই চাই। এটাই তাঁর জন্য শেষ সুযোগ।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৫