| সকাল ৬:১৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তারাকান্দায় শত্রুতায় গাছ কর্তন ও চাঁদাবাজির অভিযোগ

ফুলপুর প্রতিনিধি,১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবারঃ  তারাকান্দা উপজেলার কাকনী বাসস্ট্যান্ড সংলগ্ন জমিতে পুর্ব শক্রতায় চারা কর্তণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ফুলপুর গ্রীণ রোডস্থ আফতাব উদ্দিন আহমেদ ও স্ত্রী বেগম জোবাইদা আহম্মদ প্রায় ৩০ বছর আগে তারাকান্দা উপজেলার কাকনী গ্রামে ৩৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করছিল। প্রায় ১৭ বছর আগে আফতাব উদ্দিন আহমেদের মৃত্যুর পর তার ওয়ারিশানগণ ভোগ দখল করে আসছে। ২ মাস আগে থেকে জমি সংলগ্ন বাড়ির ইদ্রিস আলী গংরা চাষাবাদে বাধা দেয়াসহ জমির মালিককে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শণ করে আসছে। এক ঘটনা নিয়ে তাদের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। কিছু দিন আগে আসামীরা বিজ্ঞ আদালত থেকে জামিনে আসেন। গত বৃহসপ্রতিবার রাতে জমির চার দিকে লাগানো চারাগাছের মাথা কেটে দেয় দুর্বৃত্তরা। বাদীগণ জানান, আসামীরা জামিনে আসার পর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। আমরা এলাকা থেকে দুরের ও নিরহ লোক হওয়ায় আসামীরা ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে জমিতে গাছ বা অন্য কিছু করতে দিবেনা বলে হুমকি দেয়। তারাই আমাদের গাছগুলো কর্তণ করে জমির ফসলও নষ্ট করেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৫