| দুপুর ১:৪০ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘সরকার শিক্ষার অগ্রগতি চায় না’

অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যয়ের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের তীব্র সমালোচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এই খাতে ভ্যাট আরোপ করার অর্থ হই হচ্ছে- সরকার শিক্ষার অগ্রগতি চায় না। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, শিক্ষা কোনো পণ্য নয় যে, এটার উপর ভ্যাট আরোপ করা যাবে। শিক্ষা আমাদের নাগরিক সমাজের অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদন্ড। সেই শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থি আর কোন কাজ থাকতে পারে না। এর ফলে বেসরকারী শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। এই ভ্যাট শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্র-ছাত্রীদের উপরই বর্তাবে। তিনি আরও বলেন, সরকারের যদি এতই অর্থ সংকট হয়ে থাকে তাহলে ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারী কোষাগারে জমা করা হোক। কিন্তু কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপ করবেন না।

সর্বশেষ আপডেটঃ ৬:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৫