| ভোর ৫:৪৩ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীমা প্রতিনিধির মৃত্যু

শেরপুর সংবাদদাতা,১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার:  শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিনুর রহমান (৪২) নামে এক বীমা প্রতিনিধির মৃত্যু হয়েছে। তিনি শেরপুর জেলা শহরের শীতলপুর এলাকার মৃত মোকসেদুর রহমানের ছেলে ও আলিকো বাংলাদেশ, শেরপুর এজেন্সির একজন বীমা প্রতিনিধি ছিলেন। আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এ মর্মানিত্মক দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে শাহিনুর তাঁর শীতলপুর এলাকার বাড়ির টিনের চাল মেরামত করার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে যান। এতে তাঁর গলা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এসময় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরম্নরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাহিদুল ইসলাম তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শাহিনুরের ছোট ভাই ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন আজ বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রাতে শাহিনুরের লাশ শেরপুর পৌর চাপাতলী গোরসত্মানে দাফন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫