| রাত ১১:১২ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার,  ০৮ সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার, 
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন করে র‌্যালি ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে কর্মসূচী পালন শুরু হয় । বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল্লাহ ইকবাল, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম ও ভারপাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আমির হোসেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন এই সমাবেশে । এসময় সমাবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. খন্দকার মো. শরীফুল ইসলাম জানান, অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৫