| রাত ৩:১৬ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আনত্মর্জাতিক সাক্ষরতা দিবসে কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা

 

কিশোরগঞ্জ প্রতিনিধি, ০৮ সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার, 
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে সুসজ্জিত ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ্‌, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক আব্দুল মালেক, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুলস্নাহ প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ প্রতিপাদ্যের ওপর আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:১৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৫