| বিকাল ৩:১৭ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু

 স্টাফ রিপোর্টার,  ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার,

ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বিকেলে সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।

Myn-SP-Kabade-02উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১৪ এর সিও লে. কর্নেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ফুলপুর উপজেলা ও ময়মনসিংহ সদর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫৯ পয়েন্ট পেয়ে ফুলপুর উপজেলা বিজয়ী হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫