‘বিশ্ব শান্তি রক্ষার সক্ষমতা পাবে নৌবাহিনী’
অনলাইন ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার,
বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের নৌবাহিনী যেন শান্তি রক্ষায় কাজ করতে পারে সে লক্ষ্যে বাহিনীটির আধুনিকায়ন চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের নৌবাহিনী শুধু দেশে নয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পরিম-লে যে কোনো স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে- এটাই আমাদের সকলের প্রত্যাশা। রোববার বাগেরহাটের মংলায় নেভাল বার্থ দিগরাজে বানৌজা কে জে আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়ার কমিশানিং এবং নবনির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) ১০৩ ও ১০৫ এর সংযুক্তিকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের পাশাপাশি দেশকে সমৃদ্ধিশালী করতে নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা এ অঞ্চলে কোনো যুদ্ধবিগ্রহ চাই না, আমরা চাই শান্তি। দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য ইতোমধ্যে দুটি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। যা ২০১৬ এর মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে। উপকূলীয় অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধির লক্ষ্যে কোষ্টাল সার্ভেলেন্স স্টেশন এবং অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো স্থাপনের বিষয়টি বিশেষ বিবেচনায় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।