| সকাল ৭:৪২ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘ধর্মানুভূতিতে আঘাত সহ্য করা হবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :  ০৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,

কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। জন্মাষ্ঠমী উপলক্ষে আজ বিকালে হিন্দু নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এদেশে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার কোন অধিকার কারও নেই। ধর্ম পালন করবেন না, করবেন না। কিন্তু অন্যের ধর্মে আঘাত দিতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, আমরা চাই; এদেশে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সকলে তাদের অধিকার নিয়ে বসবাস করবে। সকলে স্বাধীনেভাবে তাদের ধর্ম পালন করবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ধর্মমন্ত্রী মতিউর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ বক্তব্য রাখেন। রামকৃষঞ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেষানন্দ এবং চট্টগ্রামের শংকর মঠের সুরেষারানন্দও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন

সর্বশেষ আপডেটঃ ৯:৩৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৫