| রাত ৮:২৫ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে সিপিবি ও বাসদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার, ২৯ আগস্ট ২০১৫, শনিবার:
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অন্যায় অযৌক্তিক ঘোষনা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সিপিবি ও বাসদ। শনিবার দুপুরে শহরের শহীদ ফিরুজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতানি-ক দল (বাসদ) জেলা শাখা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীর পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি আব্দুল আজিজ সরকার, সাধারন সম্পাদক কমরেড এমদাদুল হক মিল্লাত, যুব ফ্রন্টের সাধারন সম্পাদক আব্দুর রব মোশাররফ, সাজেদা বেগম সাজু, ছাত্র ইউনিয়নের সভাপতি শেখ সা‘দ নুর অপি। বক্তারা বলেন আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অন্যায় অযৌক্তিক সাধারন মানুষের উপর বুজা চাপিয়ে সরকার বেশি মুনাফা লুটে নিচ্ছে। এই অযৌক্তিক মূল্য দেশের মানুষ কখনো মেনে নিবে না। দাম বাড়ানোর যে ঘোষনা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে দেশব্যাপী বৃহত্তর আনন্দোলনের ডাক দেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০১৫