| সকাল ৭:০৮ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুরে বন্যা অবনতি ॥ লক্ষাধিক মানুষ পানিবন্দি ॥ জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

জামালপুর প্রতিনিধি,২৬ আগস্ট ২০১৫, বুধবার:  উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা ‏ব্রহ্মপুত্রসহ সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যয় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলার অন-ত ২০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত। বন্ধ হয়েছে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ওই ইউনিয়নের বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপসি’ত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসূমূর রহমান, ভূমি সহকারী কমিশনার মুকতাদিরউল ইসলাম, প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। এ সময় অতিরিক্ত জেলা (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বন্যা পরিসি’তি মোকাবেলায় জেলা প্রশাসনের সবধরনের প্রস’তি রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৭ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০১৫