| রাত ৩:৩৬ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় শিক্ষর্থীদের গণহারে পিটিয়ে আহত করেছে শিক্ষকঃবহিস্কারের দাবী

মুক্তাগাছা প্রতিনিধি,২৬ আগস্ট ২০১৫, বুধবার: মুক্তাগাছার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন এক শিক্ষক তার ক্লাসের শিক্ষর্থীদের গণহারে পিটিয়েছেন। এতে কয়েকজন শিক্ষর্থী অসুস্থ্য হয়ে পড়েছে। এতে ক্ষুব্দ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার দাবী জানিয়েছেন। দাবীর মুখে ঐ শিক্ষকের ক্লাস স’গিত রেখেছেন স্কুল কর্তৃপক্ষ। জানা যায় সোনার গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বউদ্যোগি হয়ে কিছুদিন আগে শামশীর জোয়ার্দ্দার নামে স্থানীয় যুবককে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেন। গত সোমবার শিক্ষক শামশীর ১০শ্রেণীর শিক্ষর্থীদের ক্লাস নিতে গিয়ে উপস্থিত অর্ধশতাধিক শিক্ষর্থীর সবাইকে বেত দিয়ে প্রহার করেন। এতে কয়েকজন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে অভিভাবকরা একত্রিত হয়ে মঙ্গলবার স্কুলে গিয়ে শিক্ষকের প্রত্যাহার দাবী জানান। পরে সালিশ বৈঠক করে ঐ শিক্ষককে সাময়িকভাবে ক্লাস করানো থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতির উপ্সথিতিতে চূড়ান্ত ব্যবস্থা নেবার নিদ্ধান্ত হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৪ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০১৫