| সকাল ৯:০০ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়া ঘোগড়াপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান

ধোবাউড়া প্রতিনিধিঃ ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার: 
ধোবাউড়া উপজেলার গোবিন্দপুর ঘোগড়াপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবনে ফাটল, ছাদের প্লাস্টার খসে পড়া এবং দেয়াল ভেঙ্গে পড়ায় বিদ্যালয় ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। দীর্ঘ দিনেও নতুন কোন ভবন নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। আর বৃষ্টি হলেই বিদ্যালয় ছুটি হয়ে যায়। এ ভবনটি জরাজীর্ন হওয়ায় পাঠদানের বিকল্প কোন ব্যাব না থাকয় শিক্ষাকার্যক্রম মারাত্বভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা এবং অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান গত ২৫ এপ্রিল ও ২৬ এপ্রিল দুদফা ভুমিকম্পে বিদ্যালয়টি ক্ষতি গ্রস্থ হয়। এরপর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া ৩০ এপ্রিল সরেজমিনে পরিদর্শণ করে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেন। এরপর থেকে খোলা আকশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। আর আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি হয়ে যায়। বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ বলেন সরকারী কিছু টাকা বাজেট দেওয়া হয়েছে তা দিয়ে একটি টিনের ঘর নির্মানের ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষককের বিপরীতে ৩০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। বিগত ১০ বছর যাবৎ সমাপনীতে শতভাগ পাশের সফলতাও আছে। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনোয়ার হোসেন বলেন আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এলাকাবাসী দাবি বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করে লেখাপড়ার সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনা।

সর্বশেষ আপডেটঃ ৫:২৬ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০১৫