| সকাল ১০:২১ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে কিশোর কিশোরীদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ সমাবেশ

আনছারুল হক রাসে,২৪ আগস্ট ২০১৫, সোমবার:  হালুয়াঘাটের সকল শ্রেণী পেশার মানুষের অধিক স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ১৯ ও ২১ আগষ্ট জুগলী ইউনিয়ন এর যাদুকুড়া মহিলা মাদ্‌রাসা ও কৈচাপুর ইউনিয়নের সোনামোহা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য পুষ্টি সমাবেশ। এসকল সমাবেশে উপস্থিত ছিলে ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও গ্রাম্য প্রতিনিধি। প্রথমে সকলকে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ বিষয়ে ব্যাপক ধারণা প্রদান করা হয়। পরবর্তীতে প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ফল শাক সবজীর পুষ্টি মান, গুনগত দিক ও খাদ্যপ্রস্তুত প্রণালী তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রী অভিভাবক, শিক্ষক, গ্রাম্য প্রতিনিধির মধ্য থেকে বেশ কয়েক জন আয়োজনের গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন। এছাড়া তৃনমুল পর্যায়ের জনগনের স্বাস্থ্যকর অভ্যাস গড়ার লক্ষে, মা ও শিশুর যত্ন মাতৃদুগ্ধ পান, গর্ভবতী, প্রসূতি ও নবজাতকের সেবা, প্রতিবন্দী বিষয়ে ধারনা,কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা জোড়দারকরন। ইউনিয়ন ওয়াশ কমিটির সাথে যোগসূত্র স্থাপন, স্বাস্থ্য সেবা পাওয়ার বিভিন্ন উৎস সম্পর্কে ধারনা, ওয়াশ বিষয়ক উঠান বৈঠক সহ অন্যান্য স্বাস্থ্য সম্পর্কীত প্রশিক্ষন এ সকল প্রশিক্ষনে সকল শ্রেণী পেশার মানুষঅংশ গ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে গুলোতে ব্যাপক আলোচনা করেন হালুয়াঘাট এডিপির স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থাপক আব্রাহাম লিংকন সহযোগিতায় ছিলেন, মোঃ সুমন মিয়া, মজনু মিয়া, মিহর পাথাং, গফুল সরকার ও সুমিত্রা বাজী প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:২২ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫