| বিকাল ৫:৩১ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে কুকুড়ের কামড়ে গুরুতর আহত শিশু শিক্ষার্থী

গফরগাঁও প্রতিনিধি,২৪ আগস্ট ২০১৫, সোমবার:  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী শুভ পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে।
জানা যায, গতকাল সোমবার সকালে প্রাক প্রাথমিকের ক্লাস শেষে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ফুবটল খেলার পর স্কুলের পাশের টিউবয়েলে পানি পাণ করতে গেলে একটি পাগলা কুকুর ১ম শ্রেণীর ছাত্র শুভকে ডান গালে কামড় দিয়ে মাংস নিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আতঙ্কে পালাতে গিয়ে ২য় শ্রেণীর সোহাগ ও ৩য় শ্রেণীর ছাত্র সোহাগ আহত হয়। শুভ নয়া পাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

 

সর্বশেষ আপডেটঃ ৮:০১ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৫