| সকাল ৮:৪৬ - বুধবার - ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মালয়েশিয়ায় ২৪ জনের গণকবরের সন্ধান

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট ২০১৫, রবিবার:

মালয়েশিয়া কর্তৃপক্ষ থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত-সংলগ্ন একটি এলাকায় ২৪ জনের একটি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো হতভাগ্য অভিবাসীদের। গতকাল স্থানীয় পুলিশ বুকিত ওয়াং বার্মা এলাকার একটি গণকবর থেকে ওই ২৪ জনের মৃতদেহ উদ্ধার করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মে মাসে ওই এলাকার কাছে মানব পাচারকারী চক্রের কয়েকটি অবৈধ আস্তানা থেকে শত শত অভিবাসীর মৃতদেহের সন্ধান পায় পুলিশ। তবে উদ্ধারকৃত মৃতদেহগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত  হতে পারেনি কর্তৃপক্ষ। হতভাগ্যদের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা, প্রাথমিকভাবে তাও জানা যায়নি। থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্ত-সংলগ্ন ঘন জঙ্গলকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে মানব পাচারকারী চক্রগুলো। মিয়ানমার ও বাংলাদেশ থেকে সমুদ্রপথে বোটে এ দেশ দুটির সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করে চক্রের সদস্যরা। গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয় অভিবাসীদের এবং মুক্তিপণ আদায় করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৩০ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৫