| দুপুর ১:০২ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা

অনলাইন ডেস্ক,২২ আগস্ট ২০১৫, শনিবার:

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ-২০১৮ এর এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অস্ট্রেলিয়া এবং একটি প্রীতিম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে।
২৬ আগস্ট মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। সেখানে ২৯ আগস্ট একমাত্র প্রীতিম্যাচ খেলে লাল-সবুজের জার্সিধারীরা অস্ট্রেলিয়ায় উড়াল দেবে। পার্থে ৩ সেপ্টেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মামুনুল-এনামুল-হেমন্তরা।
২৩ সদস্যের চূড়ান্ত দলকে রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ৩টায় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। এই প্রথম বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে মামুনুলরা। অজিদের ঘোষিত ২৩ সদস্যের এই দলে রয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার টিম কাহিল। আরও রয়েছেন ভ্যালেন্সিয়ায় খেলা গোলরক্ষক ম্যাথিউ রায়ান, বায়ার লেভারকুজেনের ফরোয়ার্ড রবি ক্রুজ, ইংলিশ প্রিমিয়ারের দল ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার মাইল জেদিনাক।

সর্বশেষ আপডেটঃ ১:৩৭ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০১৫