| বিকাল ৫:৩১ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২১ আগস্ট গ্রেনেড হামলা দ্রুত বিচারের দাবিতে তাড়াইলে বিক্ষোভ মিছিল

আমিনুল ইসলাম বাবুল : ২১ আগস্ট ২০১৫, শুক্রবার, 
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় জাতীয় সংসদেরে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা করা হয়েছিল। সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। প্রয়াত রাষ্ট্রপতি জিলস্নুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও কয়েক’শ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের নামে দায়ের করা মামলা দ্রম্নত সম্পন্ন করে এদের সাজা প্রদানের দাবি জানিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে আজ শুক্রবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনগুলি।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূইয়া মোতাহারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেওয়ান আলী সরকার, মো.ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক মো.আফরোজ আলম ঝিনুক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুল প্রমুখ। বক্তাগণ গ্রেনেড হামলা মামলাটির বিচারকাজ দ্রম্নত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টানত্মমূলক শাসিত্ম প্রদানের দাবি জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০১৫