| সন্ধ্যা ৬:০৮ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করলেন- এম.পি তুহিন

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ  ১৯ আগস্ট ২০১৫, বুধবার, 

ম্যান পাওয়ার ডেভেলাপমেন্ট প্রোগ্রাম (এমডিপি’র) উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে নান্দাইল পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সর্ম্বধনা ও বিএনজিএফ এর সহায়তায় নান্দাইল উপজেলার ১০৯ টি দুঃস’ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সহায়তা হিসেবে একটি করে পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ী ও ছাতা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস’ান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য মোঃ আনোয়ারম্নল আবেদীন খান তুহিন। এমডিপি’র নির্বাহী পরিচালক বাবু স্বপন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ভূইয়া, প্রধান আলোচক হিসেবে নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মাজহারম্নল হক ফকির উপসি’ত ছিলেন।
প্রধান অতিথি প্রত্যেকটি দুঃসত্ম মুক্তিযোদ্ধার হাতে সহায়তা সামগ্রী তুলে দেন। তিনি সমবেত মুক্তিযোদ্ধদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করতে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে জামাত জোট কুচক্রীমহল সরকারের উন্নয়নমূলক কাজে বিঘ্নসৃষ্টি করতে না পারে। এ দিকে মুক্তিযোদ্ধাসহ সকল মুজিবাদর্শের সৈনিকদের সজাগ থাকতে হবে।#

সর্বশেষ আপডেটঃ ৯:০২ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০১৫