| সন্ধ্যা ৭:৫৫ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিএলডিএফ দু’দিনের প্রশিক্ষন সম্পন্ন

এএইচএম মোতালেবঃ  ১৯ আগস্ট ২০১৫, বুধবার, 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এডিপি এর উদ্যোগে সুন্দর জীবন(ঘরপব ষরভব) প্রকল্প এর অধীনে শিশুর অপুস্টি দুরীকরনে কমিউনিটি লাইভস্টক ডেভেলপমেন্ট ফ্যসলিয়েটেটরদের (সিএলডিএফ)২’দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপস্নাজম সেন্টারে আয়োজিত কৃষিবিদ সুনিল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ডিপি পয়েন্ট পারসন ও মুক্তাগাছা এডিপি ম্যানেজার রাজু ঊইলিয়াম রোজারিও, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত, কৃষিবিদ জহিরম্নদ্দিন মোঃ পিরোজ মূলপ্রবন্ধ উপস’াপন করেন ডাঃ জয়নত্ম কুমার নাথ প্রমুখ।

মুক্তাগাছা, ময়মনসিংহ ও ফুলপুর উপজেলার ১৬জন ফ্যসলিয়েটেটরগন এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন শিশুদের অপুস্টি দুরীকরনে সুন্দর জীবন গঠনে আমিষ, ভিটামিন জাতীয় জাতীয় খাবার উৎপাদনের জন্য হাসমুরগী, ছাগল ও গাভী পারনের উপর সবিশেষ গুরম্নত্বআরূপ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০১৫