| রাত ২:২৫ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ-কেশরগঞ্জ সড়কের বাক্তায় বক্স কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

 

আ. জব্বার, ফুলবাড়ীয়া ঃ ১৯ আগস্ট ২০১৫, বুধবার, 

ময়মনসিংহ- ফুলবাড়ীয়া ভায়া গারো বাজার প্রধান সড়কের বাক্‌তা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ভেজা বিলের উপর বক্স কালভার্ট ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘ প্রায় ২ মাস অতিবাহিত হলেও নির্মাণ কাজ শুরম্ন না হওয়ায় বতর্মানে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। ২মাস আগে কালভার্টটি ধসে গেলে স’ানীয় এলজিইডি অফিস লোহার সস্নাপ দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে সেই সস্নাপটিও গত ১৮ আগস্ট বিকেলে ধসে পড়ায় এখন সাধারণ পরিবহনও চলাচল করতে পারছে না। ফলে পণ্যবাহী যানবাহনগুলো উপজেলার দক্ষিনাঞ্চলের কাঁচামাল আনারস, আম, তরিতরকারীসহ ধান-চাল জেলা সদর হয়ে দেশের বিভিন্ন জেলা শহরে যেতে পারছে না। কৃষকরা আবাদকৃত পন্যের নায্য মূল্য পাচ্ছে না।
উপজেলা সদর থেকে কেশরগঞ্জ বাজারের দুরত্ব প্রায় দশ কিলোমিটার, রাসত্মাটি ধরে এগুলেই চোখে পড়বে সুতিয়া নদীর উপর দাড়িয়ে থাকা বড় দুটো ব্রীজ আর খালগুলোর ওপর ছোটবড় মিলিয়ে ছয়টি কালভার্ট বসানোসহ পাকা সড়কটিতে গর্ত আর খানা খন্দরে ভরা। প্রায় ২ মাস আগে কালভার্টটি ধ্বসে পড়ে ময়মনসিংহ- ফুলবাড়ীয়া ভায়া গারো বাজার প্রধান সড়কের বাক্তা ইউপি সংলঘ্ন বক্স কালভার্ট ব্রীজটি।
এলজিইডি অফিস সূত্র জানায়, ডিজাইন আর ইস্টিমেট করে নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন।
ফুলবাড়ীয়া উপজেলা প্রকৌশলী মনিরম্নজ্জামান জানান, গতকাল ১৯ আগস্ট খালটি ইটের আদলা দিয়ে ভরে দিয়ে সাধারণ যান চলাচল স্বাভাবিক করতে আমার অফিসের লোকজন চলে গেছে। তবে কবে নাগাদ নির্মাণ কাজ শুরম্ন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টেন্ডারসহ অফিসিয়াল কাজ শেষ হলেই দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০১৫