| রাত ১২:৩৪ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জাতীয় মৎস্য পুরস্কারপ্রাপ্ত খায়রুন নাহারকে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার, ১৯ আগস্ট ২০১৫, বুধবার: 
নারী উদ্যোক্তা হিসেবে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় মৎস্য পুরস্কার পাওয়ায় সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ প্রিন্সিপাল অফিস নারী উদ্যোক্তা বেগম খায়রুন নাহারকে সংবর্ধনা প্রদান করেছে। এ উপলক্ষে বুধবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখার উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেনারেল ম্যানেজার মোর্শেদ আলম খন্দকার। অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, দেশের উন্নয়ন ঘটাতে হলে নারীদেরকেই সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। বর্তমানে কর্মক্ষেত্রে নারীদের অর্জন বেশী। কারন নারীরাই কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করে।
উল্লেখ্য নারী উদ্যোক্তা ঈশ্বরগঞ্জের সৃষ্টি ফেয়ার মৎস্য হ্যাচারীর মালিক বেগম খায়রুন নাহার কৃষি ইন্সটিটিউট অব বাংলাদেশে এক অনুষ্ঠানে ২৯ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় মৎস্য পুরস্কার গ্রহন করেন।

সর্বশেষ আপডেটঃ ৩:১৬ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০১৫