| রাত ২:৫২ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগে বাকৃবি ৩য় ও ৪র্থ শ্রেনীর ৯৬ জন কর্মচারির নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার,  ১৬ আগস্ট ২০১৫, রবিবার:
নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় ও ৪ র্থ শ্রেনীর ৯৬ জন কর্মচারির নিয়োগ বাতিল করা হয়েছে। আজ বিকালে এসব কর্মচারিদের নিয়োগ বাতিল করে একটি তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ বাতিল হওয়া এসব কর্মচারি গত মার্চ মাসে চাকরিতে যোগদান করেছিলো। সে সময় মোট ৩১৩ জন ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক। তবে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠায় ইউজিসির পক্ষ থেকে তদনত্ম কমিটিও করা হয়। এরপর রোববার ৯৬ জন কর্মচারির নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারসহ একাধিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কেউ ফোন ধরেননি।

সর্বশেষ আপডেটঃ ৯:৩০ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৫