| ভোর ৫:৩৯ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পরীক্ষার কেন্দ্রের দাবীতে ঈশ্বরগঞ্জে কলেজ ছাত্রছাত্রীদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি- ১৬ আগস্ট ২০১৫, রবিবার: 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষার কেন্দ্র পুণঃস্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা। আজ রবিবার দূপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রছাত্রীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজ কেন্দ্রে যেতে হয়। যান চলাচলের বিশেষ কোন সুবিধা এবং পরীক্ষা কেন্দ্রের কাছে কোন আবাসনের সুব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ফলে উপজেলার বিশ্ববিদ্যালয় কলেজে এইচ এস সি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের জন্য রবিবার দূপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারক লিপি প্রদান করে। #

সর্বশেষ আপডেটঃ ৭:৫৭ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৫