| সন্ধ্যা ৭:৪৫ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানের পাঞ্জাবে বোমা হামলায় নিহত ৭, মন্ত্রীসহ আহত ২৫

অনলাইন ডেস্ক,১৬ আগস্ট ২০১৫, রবিবার:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি শক্তিশালী বোমা হামলার ঘটনায় এক মন্ত্রী আহত ও ৭ জন নিহত হয়েছেন। হামলায় পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার কার্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন মন্ত্রীসহ ২০ থেকে ২৫ কর্মকর্তা। খবরের সত্যতা নিশ্চিত করে সুজা খানজাদার পুত্র সোহরাব খানজাদা পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজকে বলেছেন, ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে আটোক শহরে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। বোমা হামলার ধরন সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে কয়েকজন দাবি করছেন, এক আত্মঘাতী হামলাকারী হামলাটি চালিয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  চৌধুরি নিসার আলি খান কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার কর্মকা- পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:১২ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৫