| সকাল ৭:৫৯ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইরাকে পর পর দুটি বোমা হামলায় নিহত ৪২

অনলাইন ডেস্ক,১১ আগস্ট ২০১৫, মঙ্গলবার:

ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় পর পর দুটি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাতে এ হামলা চালানো হয়। আইএসআইএস এ হামলার দায় স্বীকার করেছে।
এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ অঞ্চলে এত বড় পৈশাচিক হামলা আর হয়নি।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরাকের প্রাদেশিক রাজধানী বাকুবায় এ হামলা চালানো হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকে এ শহর মাত্র ৬০ কিলোমিটার দূরে।
পুলিশ জানায়, প্রথম বাজার এলাকায় একটি গাড়ি বোমা হামলা চালানো হলে অন্তত ৩৫ জন নিহত এবং ৭২ জন আহত হন।
এ ঘটনার পর আইএসআইএস এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
অপরদিকে, দ্বিতীয় বোমাটি কানান গ্রামে চালানো হয়। সেখানে আবাসিক এলাকায় আত্মঘাতী এক বোমা হামলাকারী হামলা চালালে অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হন।
এর আগে গত মাসে দিয়ালায় আইএসআইএস বোমা হামলা চালালে ১১৫ ব্যক্তি নিহত হন। এর মধ্যে নারী এবং শিশুও ছিল। সোমবার যে এলাকায় বোমা হামলা চালানো হয়েছে, এ এলাকাগুলো শিয়া অধ্যূষিত।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৯ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০১৫