| বিকাল ৫:৫৮ - মঙ্গলবার - ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইজারাদারের অত্যাচারে অতিষ্ঠ আছিম বাজারের ব্যবসায়ীরা

 

আবদুস ছাত্তার, ফুলবাড়ীয়া ঃ ১০ আগস্ট ২০১৫, সোমবার: 

অতিরিক্ত অর্থ আদায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা উৎকোচ দাবীসহ নানা অভিযোগে আছিম বাজার ইজারাদার কবীর হোসেনের বিরম্নদ্ধে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। বাজার ইজারাদারের অত্যাচারে অতিষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ীয়া থানা পুলিশকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী চা বিক্রেতা আবুল কালাম অভিযোগ করেন, বাজার ইজারাদার কবীর হোসেন তাকে হুমকী দিয়ে বলে ৫ হাজার টাকা না দিলে দোকান ভেঙ্গে ফেলা দিবে। পিয়াজ মরিচের দোকানদার রম্নহুল আমিনের কাছে ১০ হাজার টাকা দাবী করে। পান-সুপারী বিক্রেতা গোলাম মোসত্মফার কাছ থেকে ৫ হাজার টাকা উৎকোচ নিয়েছে, হতদরিদ্র চা দোকানদার আঃ আজিজের দোকান, ফারম্নকের দোকান, শাহজাহানের দোকান, হাসেন আলী ও খোরশেদ মিয়া দাবীকৃত ৫ হাজার করে টাকা না দেয়ায় দোকান ভিটি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভেঙ্গে উপড়ে ফেলে দিয়েছে ইজারাদার।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আহসান কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে বৈঠক করে বিষয়টি সমাধান প্রয়োজন।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৪ অপরাহ্ণ | আগস্ট ১০, ২০১৫