| সকাল ৭:৫৩ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ফলদ বৃক্ষগমেলার উদ্বোধন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা, ৯ আগস্ট ২০১৫, রোববার,
“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষ ভরবো দেশ” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে রোববার (৯আগষ্ট) থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলা বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি।
উপজেলা কৃষি অফিস চত্বরে হতে বর্ণাঢ্য র‌্যালীটি শুরম্ন হয়ে শহর প্রদড়্গিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার আজিজের সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ম, নূরম্নল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ্‌জাহান সিরাজ। বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৫