| সকাল ১০:২০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কটিয়াদীতে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি, ৫ আগস্ট ২০১৫, বুধবার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নদীর বাঁধের উপর খাস খতিয়ানে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  আজ বুধবার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাইদ ও কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বুলড্রোজার নিয়ে ঘটনাস’লে পৌঁছলে দোকান মালিকগণ মালামাল সরানোর জন্য এক ঘন্টা সময় চান। এই সময়ের মধ্যে দোকান মালিকগণ তাদের মালামাল সরিয়ে নেন। আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত বাঁধের দুই পাশের অনত্মত ২৫-৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন জালালপুর ও লোহাজুরী ইউনিয়ন বাসীর যোগাযোগ স্থাপনের জন্য ১৯৮০ সনে এই নদীর উপর বাঁধ নির্মান করে দুই পাশে বৃক্ষরোপন করা হয়। তারপর থেকেই বাঁধের দুই পাশে অবৈধভাবে স্থাপনা নির্মান করে দখল করতে শুরম্ন করে। সহকারী কমিশনার ভূমি গোলাম জাকারিয়া বলেন, সিএস ও আরওআর এর খাস খতিয়ানে অবৈধভাবে দখলদারদের ইতি পূর্বে কয়েক দফা নোটিশ করা হয়েছে। কিন’ এতে তারা কর্ণপাত করেনি। পর্যায়ক্রমে খাস খতিয়ানের সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৪ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৫