| রাত ১:৫৫ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে ধানের চারা রোপন প্রদর্শনী ও মাঠ দিবস

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৫ আগস্ট ২০১৫, বুধবার:

কিশোরগঞ্জের হোসেনপুর কৃষি সমপ্রসারণ বিভাগ আয়োজিত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প রাইস প্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পুমদী ইউনিয়নে রামপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, কিশোরগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপসি’ত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক দুলাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলীমুল শাহান, কৃষক সাইফুল ইসলাম ও এলাকার কৃষকসহ সুধীবৃন্দ। উপজেলা কৃষি অফিসার জানান, রাইস পস্নান্টারের সাহায্যে ব্রি-ধান ৬২ আগাম জাতের জিংক সমৃদ্ধ এ ধান রোপনের ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবে। এলাকার কৃষক সাইফুল ইসলাম তার ২০ শতাংশ জমিতে এ ধানের চারা রোপন করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৩২ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৫