| বিকাল ৪:৫৭ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এপিজে কালামের মৃত্যুতে ওবামার শোক প্রকাশ

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই ২০১৫, বুধবার:

ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, এপিজে কালাম ছিলেন লাখো মানুষের জন্য অনুপ্রেরণা। এছাড়া যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার মহাশূন্য সহযোগিতা বৃদ্ধির জন্য এপিজে কালামের অবদানের কথাও স্মরণ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তাসংস্থা পিটিআই। এক বিবৃতিতে বারাক ওবামা বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে ভারতের সাবেক প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালামের মৃত্যুতে আমি ভারতের জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি। ওবামা আরও বলেন, একজন বিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক ড. কালাম অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকে তার যাত্রা শুরু করেছেন। হয়েছেন ভারতের সবচেয়ে স্বয়ংস¤পূর্ন নেতা, যিনি দেশ বিদেশে পেয়েছেন অগাধ শ্রদ্ধা। আফ্রিকা সফররত ওবামা আরও বলেন, শক্তিশালী ইন্দো-মার্কিন স¤পর্কের পক্ষে তিনি ছিলেন উচ্চকণ্ঠি। এছাড়া ১৯৬২ সালে যুক্তরাষ্ট্র সফরে নাসা’র সঙ্গে একটি যোগাযোগ স্থাপন করেন তিনি। কাজ করেন দু’ দেশের মধ্যে মহাশূন্য সহযোগিতা গভীর করার জন্য। ওবামা স্মরণ করেন, ভারতের ১১ তম প্রেসিডেন্ট হিসেবে তার সময়ে ভারত-যুক্তরাষ্ট্র স¤পর্কে অভুতপূর্ব উন্নতি দেখা যায়। ‘মানুষের প্রেসিডেন্ট’ নামটি তার সঙ্গে মানানসই। ড. কালামের নম্রতা ও জনসাধারণের সেবায় তার আত্মোৎসর্গ ছিল লাখো ভারতীয় ও বিশ্বব্যাপী তার ভক্তদের কাছে অনুপ্রেরণা।
এদিকে এপিজে আবদুল কালামের মৃতদেহ নিয়ে রাজধানী দিল্লি থেকে তার আদিশহর রামেশ্বরমে যাচ্ছে একটি প্রতিনিধিদল। তার মৃতদেহে মোড়ানো হয়েছে ভারতের তেরঙা পতাকা। মৃতদেহ বহনকারী বিমানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়াহ নাইডু ও মনোহর পরিকর। রামেশ্বরমে তাকে পূর্ন সামরিক মর্যাদা সহকারে রাষ্ট্রীয়ভাবে সমাহিত করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১:১১ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০১৫