| রাত ১০:২৯ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় নিজেরাই ঘর ভেঙ্গে বাদীর উপর চাপানোর চেষ্টা

মো. আ. জব্বার, ফুলবাড়ীয়া ঃ নিজেরা ঘর তোলে সেই ঘর নিজেরা ভেঙ্গে মামলার বাদী দীনেশ সাংমা’র উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের কাহালগাও দোলমা গ্রামে।জানা যায়, দীনেশ সাংমা দোলমা মৌজাস’ ১নং খতিয়ানের সাবেক ২৩২নং দাগের ১একর ৪০শতাংশ জমি ১৯৮২সালের ৩০জানুয়ারি জেলা প্রশাসক ময়মনসিংহ বন্দোবস’ দিলে নামজারী করে নিয়মিত খাজনাদী পরিশোধ করলেও হযরত আলীর পুত্র জাকির হোসেন, রাবিন্দ্র সাংমার পুত্র অদিস মারাক, নহেন্দ্র সাংমার পুত্র জহেন্দ্র মারাক, বেতালীয়া সাংমার পুত্র প্রাইস সাংমা নেতৃত্বে ১৫০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া ওয়ারিশ বানিয়ে চলতি বছর ১জুন দীনেশ সাংমা’র স্বত্ব দখলীয় ৩৫শতাংশ জমি জোরমূলে বেদখল দেয়। বিষয়টি মিমাংসার জন্য স’ানীয়ভাবে একাধিক সালিশ দরবার হলেও তা মিমাংসা না হওয়ায় দীনেশ সাংমা আদালতের শরনাপন্ন হলে উল্টো আরও জমি বেদখলের হুমকি দেয়। ১৫০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধারে মামলায় ২৯জুন হাজিরার দিন জাকির হোসেন গংরা আদালতকে জানান তারা জমি বেচা-কেনা (অস্বীকার) করে নাই। ৩০জুন দিনের বেলায় স’ানীয় আদিবাসী লিটন সাংমা, জগদীশ মারাক, প্রভুধান সাংমার নের্তৃত্বে ঐ জমির উপর দু’চালা একটি টিনের ঘর উত্তোলন করে রাতের আধারে বেড়ার টিন কেটে তার দোষ দীনেশ সাংমা’র উপর চাপানোর চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১০:৩০ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৫