| রাত ১১:৫৭ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে চাঁদার দাবীতে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২৭ জুলাই ২০১৫, সোমবার:
মোটা অঙ্কের চাঁদার দাবীতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে এ.জি.আর ট্রেডার্সএর মালিক রফিকুল ইসলামকে (৩২) বেধড়ক পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রারীরা। এ ব্যাপারে ২৬ জুলাই শেরপুর কোর্টে চিহ্নিত ৬ জন চাঁদাবাজসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরম্নদ্ধে মামলা দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর করার জন্য অফিসার ইনচার্জ নালিতাবাড়ী থানাকে নির্দেশ দিয়েছে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনানী বাজারের পূর্ব পার্শ্বে নালিতাবাড়ী থানাধীন দোহালিয়া গ্রামের রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত তিনানী বাজারে তার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একই গ্রামের ছমেদ আলীর ছেলে আব্দুর রহিম, নুরুল ও আবু সাঈদ সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা ইফতার পার্টি ও বিভিন্ন অনুষ্ঠানের নামে মোটা অঙ্কের চাঁদা দাবী করে আসছিল। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন ১৪ জুলাই রফিকুল তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বকেয়া টাকা তুলে নালিতাবাড়ী থানাধীন নলজোড়া বাজারে স’ানীয় ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার পার্টিতে যোগদান করে। ইফতার শেষে অটোরিক্সাযোগে তিনানী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে পরিকল্পিতভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজরা তার অটোরিক্সার গতিরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিক্সা থেকে নামিয়ে তাকে বেধড়ক মারপিট শুরম্ন করে। এক পর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ২ লড়্গ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক চিৎকারে এলাকার লোকজন আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। সে ১১দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রফিকুল ইসলাম বাদী হয়ে ২৬ জুলাই এ মামলা দায়ের করে।

সর্বশেষ আপডেটঃ ৮:০২ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৫