| সকাল ১১:২৯ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ-গুলি-অগ্নিসংযোগ, পাইপগান উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি ●২৬ জুলাই ২০১৫, রবিবার: 
কিশোরগঞ্জে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিযে একটি পাইপগান উদ্ধার করেছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে হারুন-অর রশিদ (৪৩) নামে একজন মারাত্মক আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হযেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরতলির চরশোলাকিয়া এলাকায় সাবেক ফুটবলার ইয়াহিয়া ভূঁইয়া ও তার বড় ভাই মোখলেসুর রহমান ভূঁইয়ার সঙ্গে তাদের সৎভাই নূরুল আমিনের পারিবারিক কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। আজ রোববার বেলা ১২ টার দিকে মোখলেসুর রহমান ভূঁইয়ার পক্ষ থেকে জমিতে চাষ দেওয়ার সময় পাওয়ার টিলার চালক আব্দুর রাজ্জাককে প্রতিপক্ষের লোকজন মারপিট করে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে এক পক্ষ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলেও গুলিতে কেউ আহত হয়নি। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল আমিনের পড়্গের হারুন-অর রশিদের ডান হাতে মারাত্মক জখম হয়। এছাড়া ইয়াহিয়া ভূঁইযাদের খড়ের গাদা ও গোয়ালঘরে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ ও একটি বসতঘরে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে জমির পাশে পরিত্যক্ত অবস’ায় পড়ে থাকা একটি পাইপগান উদ্ধার করেছে বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যনত্ম কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৮:২৮ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০১৫