| রাত ৪:৪৭ - রবিবার - ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় হাঁস প্রজনন এবং জার্ম পস্নাজম সেন্টার গড়ে তুলতে চান সিদ্দিক

ফুলবাড়ীয়া ব্যুরো,২৫ জুলাই ২০১৫, শনিবার: সরকারি সহযোগিতা ছাড়াই অপার সম্ভাবনার স্বপ্ন নিয়ে একজন উদ্যোমি যুবক মো. আবুবকর সিদ্দিক গড়ে তুলেছেন “কিষান সমন্বিত কৃষি উদ্যোগ” নামক প্রজেক্ট। ফুলবাড়িয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান এর মেয়ের জামাতা, এসোসিয়েট প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো চীফ জুলহাস আলম রিপনের ভগ্নিপতি আবুবকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধীনে এগ্রিকালচার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপর পিএইচডি কোর্স সমাপ্তির শেষ পর্যায়ে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া-বাবুলের বাজার সড়ক সংলগ্ন (জয়না মার্কেট) এর একটু পূর্ব পার্শ্বে ঐতিহ্যাবাহী বড়বিলা তীর ঘেঁষে প্রায় সাড়ে ৫একর জমির উপর ১বছর আগে গড়ে তুলেছেন কিষান সমন্বিত কৃষি উদ্যোগ প্রজেক্ট। তিনি এ প্রজেক্টের মাধ্যমে কৃষি সেক্টরে বিপস্নব ঘটাতে চান, কৃষির আধুনিক প্রযুক্তি সম্পর্কে এদেশের সাধারণ কৃষকদের কে যখন দড়্গতা অর্জন করানো যাবে- ঠিক তখনি এদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। নিজের পরিকল্পনার পাশাপাশি তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তার পিতা সাবেক এ্যাডজুটেন্ট (আনসার) মরহুম মজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিড়্গক ড. হরিপদ ভট্রাচার্য স্যার, আমার শশুর মো. হাবিবুর রহমান ও রিপন ভাইয়ের অনুপ্রেরণায় এ কাজ শুরম্ন করি। ২০০৬সালে ভারতের পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৪মাসের প্রশিড়্গণ গ্রহণসহ বিভিন্ন প্রদেশে বড় বড় বাগান পরিদর্শন ছাড়াও সিঙ্গাপুর, চীন ও মালেশিয়া সফর করে বাগানগুলো দেখে এসেছি। আমি আমার অর্জিত দড়্গতায় এখানে প্রায় ২একর জমিতে পুকুর খনন করে দেশীয় মাছ চাষ এবং পুকুরের উপর গৃহে বিদেশী ৩জাতের প্রায় ১৫শ হাঁস পালন করা হচ্ছে। দক্ষিন কোরিয়া থেকে একটি পার্সিমন গাছসহ বাংলাদেশের বিভিন্ন স’ান থেকে ১৬৫ রকমের প্রায় ৫হাজার গাছ, প্রতি আইটেমে ১০টি করে গাছ রয়েছে এবং বাণিজ্যিক পরিকল্পনায় আম, লড়্গন, ড্রাগন, লিচু, জাম্বুরা, বাজুবাদাম, লেবু গরম্নর জন্য নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। ইতিমধ্যে ফলবান বৃড়্গে ফল আসতে শুরম্ন করেছে। আবুবকর সিদ্দিক লোক লোকান্তরকে আরও জানান, এখানে প্রত্যড়্গ ও পরোড়্গভাবে ২০/২২জন লোক কাজ করছে। তিনি মনে করেন নতুন নতুন উদ্যোগক্তা তৈরি করা, কৃষির আধুনিক প্রযুক্তি এলাকায় ছড়িয়ে দিতে এ প্রজেক্ট অগ্রণী ভুমিকা পালন করতে পারে। অতি সদালাপি, পরিশ্রমি ব্যক্তিত্ব ও নিজের স্বপ্নের প্রতি আস্থাশীল আবুবকর সিদ্দিক ভবিষৎতে এখানে আধুনিক হাঁস প্রজনন কেন্দ্র এবং বেসরকারী উদ্যোগে একটি জার্ম পস্নাজম সেন্টার গড়ে তুলতে চান। এ ব্যাপারে সরকারের পৃষ্টপোষক ও আর্থিক বরাদ্দ পেলে “কিষান সমন্বিত কৃষি উদ্যোগ” প্রজেক্টটি একটি মডেল হতে পারে এবং বেকার সমস্যা সমাধানেও গুরম্নত্বপূর্ণ ভুমিকা রাখা উজ্জল সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০১৫