| সন্ধ্যা ৭:৪৩ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে নৌকা ডুবে ৩জন নিখোঁজ

 

স্টাফ রিপোর্টার, ও গফরগাঁও প্রতিনিধি, ২৫ জুলাই ২০১৫, শনিবার:
গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নে গলাবাজারে ব্রহ্মপুত্র নদে ফেরী নৌকা ডুবে ৩জন নিখোঁজ রয়েছে । নিখোঁজ ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলার শাখচুড়া হাই স্কুলের ৮মশ্রেণীর ছাত্র মনিরুজ্জামান মনি (১৫), পিতা আশরাফুল আলম পরান, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মুন্নী (১৪) পিতা মোছলেম উদ্দিন ও শওকতের স্ত্রী শিউলি (৩৩)। নিখোঁজ তিনজনের বাড়ী হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে।
এলাকাবাসী ও পাগলা থানার ওসি মো: বদরুল আলম খান জানান,  শনিবার সকাল পৌণে ৯টায় হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রাম হতে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই ফেরী নৌকা ব্রহ্মপুত্র নদ পার হয়ে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের গলাবাজার ফেরী ঘাটে আসার সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় ৫০/৬০ যাত্রী বোঝাই ছিল বলে জানা গেছে । ডুবে যাওয়া ফেরী নৌকার যাত্রী চরআলগী ইউনিয়নের নাককাটা চরে লোকমান হোসেন (৬২) জানান, ফেরী ঘাট হতে নৌকাটি ছাড়ার পরে হালকা বাতাসে ঢেউ সৃষ্টি হলে ভয়ে যাত্রীরা নড়াচড়া শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায় । শাখচুড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: আকবর হোসেন জানান, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী ও গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে বহু ছাত্র-ছাত্রী শাখচুরা হাই স্কুলে আসে প্রতিদিন নৌকা দিয়ে যাতায়াত করে। তবে ঘটনাস’লে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কন্ডু খবর পেয়ে ঘটনাস’ল পরির্দশন করে। এ রির্পোট লেখা পর্যনৱ নিঁেখাজদের সন্ধানে খোজাঁখুজি চলছে ।

সর্বশেষ আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০১৫