| সন্ধ্যা ৬:২২ - সোমবার - ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

এফএনএস: রংপুর শহরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কয়েকটি মামলার আসামি দুই ভাই নিহত হয়েছেন। র‌্যাব-১৩ এর উপ অধিনায়ক মেজর আশরাফ আলী বলছেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে ক্যান্টনমেন্ট চেকপোস্টের কাছে দেশ ক্লিনিক সংলগ্ন চান হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক (৩২) ও সুমন (২৭) রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে। তাদের বিরম্নদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান। মেজর আশরাফ বলেন, ওই এলাকায় র‌্যাব সদস্যরা মানিক ও সুমনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরড়্গায় র‌্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস’লেই নিহত হয়। র‌্যাব সদস্যরা সেখানে দুটি পিসত্মল, গুলি ও ধারালো অস্ত্র পেয়েছে বলে জানান তিনি।
মেজর আশরাফ বলেন, ‘দুই সন্ত্রাসীর’ ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাবে দায়িত্বরত উপপরিদর্শক সাইফুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট ইমরান আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০১৫