| রাত ১:১৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শুভসংঘের অর্ধশতাধিক দুঃস্থ প্রতিবন্ধী পেল নগদ টাকা ও সেমাই-চিনি

আজহারুল হক, গফরগাঁও, ১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার: 
ময়মনসিংহের গফরগাঁওয়ে দৈনিক কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে ‘প্রতিবন্ধীদের ঈদ আনন্দ’ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ জন দুঃস’ প্রতিবন্ধীর প্রত্যককে দুই কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কলেজ রোডস্থ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু। উপজেলা শুভসংঘের আহবায়ক আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা ডাঃ কেএম এহছান, প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারন সম্পাদক নাজমূল হক বিপ্লব, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, নজরুল ইসলাম, রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, সারোয়ার ফরাজি, উপজেলা শুভসংঘের সদস্য সচিব গোলাম মোঃ ফরুকী, কার্যকরী সদস্য সুলতান আহমেদ, আনোয়ার হোসেন, অনিল রায়, নাছির উদ্দিন মাষ্টার, ফাতেমা আক্তার, আব্দুল্লাহ, শাহজাহান আকন্দ, গফরগাঁও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক বদরুল আহসান টিপু, কোষাধ্যক্ষ আঞ্জুমান লুবনা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৭ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০১৫