| সকাল ৮:৩৩ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে ৫৯বোতল ভারতীয় মদ জব্দ।

দুর্গাপুর সংবাদদাতাঃ নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার রাতে সীমানেত্ম টহল দেওয়ার সময় চোরা কারবারিদের ফেলে রাখা ১টি কার্টুন (৫৯বোতল ভারতীয় অফিসার চয়েস) মদ জব্দ করেছে বিজয়পুর বিজিবি।
বিজয়পুর বিজিবি ক্যাম্প হাবিলদার মোঃ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে তালিকাভুক্ত সৈনিকদের নিয়ে একটি টহল দল বর্ডার এলাকায় টহল দেওয়ার সময় বাংলাদেশের অভ্যনত্মরে কমলাবাড়ী সিমানেত্ম ১১৫০নং পিলার এমপি হতে ৫শত গজ বাংলাদেশের অভ্যনত্মরে রাত্র ২.১৫ মিঃ ১টি কার্টুন রেখে দৌড়ে ভারত সীমানেত্মর দিকে পালাইয়া যায়। কার্টুনটি উদ্ধার করার পর এতে ৫৯ বোতল ভারতীয় মদ পাওয়া যায় যাহার মূল্য ৮৮হাজার ৫শত টাকা। এগুলি সিজার লিষ্ট করে দুর্গাপুর থানার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার থানায় জমা দেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৫০ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০১৫