| রাত ৮:০২ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘রেলের জমিতে ফাইভ স্টার হোটেল হবে’

অনলাইন ডেস্ক, ৫ জুলাই ২০১৫, রবিবার,,

রেলওয়ের অব্যবহৃত জমিতে ফাইভ স্টার হোটেল কাম বাণিজ্যিক ভবন, মোটেল, মেডিকেল কলেজ, হাসপাতাল কিংবা বহুতল শপিংমল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রোববার সকালে দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন। ইসরাফিল আলমের পক্ষে হুইপ শহিদুজ্জামান সরকার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রেলওয়ের যেসব জমি অব্যবহৃত রয়েছে এবং যেগুলোতে ভবিষ্যতে রেলওয়ের সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকান্ডের প্রয়োজন হবে না, সেগুলোতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।
রেলমন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বিভিন্ন স্থাপনা নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে চট্টগ্রামের জাকির হোসেন রোডে পিপিপির আওতায় ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পিপিপি থেকে ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। শিগগিরই বিনিয়োগকারী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের ১২ হাজার ৯৬০ দশমিক ৪১ একর ভূমি অব্যবহৃত রয়েছে। এসব ভূমিতে কিছু অবৈধ স্থাপনা বা অবৈধ দখলে রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৫ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০১৫