| দুপুর ১:১২ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ-গফরগাঁও খান বাহাদুর ঈসমাইল রোড চলাচলের অযোগ্য

 

স্টাফ রিপোর্টার, ৫ জুলাই ২০১৫, রবিবার 
সংস্কার বা উন্নয়ন না হওয়ায় ঐতিহ্যবাহী ময়মনসিংহ-গফরগাঁও খান বাহাদুর ঈসমাইল রোডটি প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলে অযোগ্য । ফলে ময়মনসিংহ থেকে গফরগাঁও পর্যন- ৪৫ কিলোমিটার একমাত্র সড়কে চলাচলকারী সংশ্লিষ্ট এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । সরজমিনে দেখা গেছে রাস্তার পুরো অংশেই পিচ, ইট-সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে এসব গর্তে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে। পুরাতর ব্রক্ষপুত্র নদের তীর ঘেষে এই সড়কটি ময়মনসিংহ সদর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ত্রিশাল উপজেলার কালির বাজার, বালিপাড়া হয়ে গফরগাঁও পৌরসভা পর্যন্ত পৌছেছে। সড়ক উন্নয়ন না হওয়ায় বাধ্য হয়ে গফরগাঁও-ময়মনসিংহ যাতায়াতকারী হাজার হাজার মানুষ ট্রেনে যাওয়া-আসা করতে হয়। এছাড়া তীরবর্তী বিশাল চরাঞ্চলের মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য দ্র”ত পৌঁছাতে পারে না। জরুরী রোগী, স্কুলগামী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ময়মনসিংহ সদর, ত্রিশাল ও গফরগাঁও উপজেলার জনপ্রতিনিধিরা সড়কটি উন্নয়নে কোন ভুমিকা না রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহেলা চোখে দেখছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এলাকাবাসীর দাবী সড়কটি দ্র”ত সংস্কার বা উন্নয়নে সংশ্লিষ্টরা বলিষ্ট ভুমিকা রাখবেন। ###

সর্বশেষ আপডেটঃ ৯:৩৩ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০১৫